Friday, July 16, 2010

চাওয়া

ছোটো ছোটো স্বপ্ন ছুতে চাওয়া ।
কিছু হাসির টুকরো আবার ফিরে পাওয়া ।।
না বলা কথাগুলো চায় শুধু প্রকাশিত হতে ।
সেটা হয়েও তারা পায় নাকো ফিরে পেতে ।।
না বলা সেই অভিমান মনে পরে থাকে চাপা ।
উড়তে চেয়েও বন্দি হয়ে থাকে মন এর খাছা ।।
ডানা মেলে জেতে চায় নিল সিমানা এর দূরে ।
প্রান খুলে হাসতে চায় সেই আকাশ ছুয়ে ।।
মন খুলে চায় শুধু এক টুকরো ভালোবাসা ।
বার বার সেই ছোট্টো চোখ ফিরে পায় শুধুই হতাশা ।।
হারিয়ে যাওয়া সেই বিস্বাস আবার ফিরে পাওয়া ।
চেপে থাকা কস্ট ভুলে মন এর মানুষ চাওয়া ।।
ইচ্ছে গুলো যে দিয়েছে আজ ওই যে নিল সমুদ্রে পারি ।
আজ খোলা এ মন এর দাড় , অপেক্ষা শুধু তার ই ।।
এ অভিমানি মন চায় একটু হাসি খুজতে ।
কিন্তু ব্যর্থতায়ে ভরা এ মন কে পারেনা কেউ যে বুঝতে ।।
আজ এই আকাশ র বাতাশ খোলা ছিঠি দিয়ে পাঠায় আনন্দ ।
একবার চেয়ে দেখ শেষ হবেনা ভালোবাশার দিগন্ত ।।
এ ফেরারি মন খোজে একটু আদর , ভালোবাশার জন কে ।
মন ই জানে শুধু এ মন , জানিনা , ফিরে পাবে কিনা তাকে ।।
আমি আমার মন এর কবি চাই শুধু তোমাকে ।
তুমি একবার শুধু তাকিয়ে দেখই না আমাকে ।।

No comments: